Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৯ কিমি পথে জনসমুদ্রে পথসভা করলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার (২২ ডিসেম্বর) নড়াইলে পৌঁছে লোহাগড়া উপজেলার কালনাঘাট থেকে নড়াইল পুরাতন টার্মিনাল জেলা আওয়ামী লীগের অফিস পর্যন্ত ১৯ কিলোমিটার পথে ১০টি স্থানে বক্তব্য দেন মাশরাফি। প্রতিটা পথসভাই পরিণত হয় জনসমুদ্রে।

সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নদীপাড়ে অপেক্ষায় ছিলেন মাশরাফির। প্রিয় ক্রিকেটার ‘নড়াইল এক্সপ্রেস’কে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিভিন্ন পেশার মানুষ।

দুপুর আড়াইটার দিকে মাশরাফি ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাটে পৌঁছে প্রথম পথসভা করেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রচণ্ড ভিড়ের মধ্যে কালনাঘাটের মঞ্চে পৌঁছাতে মাশরাফিসহ সবাইকে হিমশিম খেতে হয়। এক পর্যায়ে মাশরাফি কিছুটা অসুস্থ বোধ করে এলাকার একটি মুদি দোকানে অবস্থান নেন।

প্রায় আধা ঘণ্টা পর কালনাঘাটের মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে মাশরাফি বলেন, নৌকা আমার প্রতীক। আপনারা আমাকে যোগ্য মনে করলে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে আসার সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

পরে তিনি লোহাগড়া উপজেলার মদিনা পাড়া, কুন্দসীর মোড়, লোহাগড়া চৌরাস্তা, এড়েন্দা বাসস্ট্যান্ড ও বুড়িখালি পথসভা করে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ড, নড়াইল চৌরাস্তায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে সন্ধ্যায় নড়াইল শহরের পুরাতন বাস টার্নিমালের বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।

Bootstrap Image Preview