Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আজ সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানীর আকাশ। দেখা যায়নি সূর্যের। এরই মধ্যে হঠাৎ করে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। পৌষের শুরুতেই শীতের তীব্রতা খুব একটা বেশি না থাকলেও বৃষ্টির পর যেনও জেঁকে বসতে শুরু করেছে শীত।  

এদিকে সোমবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিতে কর্মজীবীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। তবে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা বের হচ্ছেন না অনেকেই। শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। একে তো তাদের পর্যাপ্ত গরম কাপড় নেই, তার ওপর আবার বৃষ্টি। সব মিলিয়ে ভোগান্তিটা তাদের একটু বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ফেদাইয়ের প্রভাবে রবিবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকেই দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।বৃষ্টির পরই শীত জেঁকে বসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভসে জানানো হয়েছে, ফেদাই আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার বিকাল নাগাদ কাকিনাদা এলাকা দিয়ে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে এ ঘূর্ণিঝড় ওই দিনই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার গতিতে বাতাসের শক্তি নিয়ে এ ঝড় ধীরে ধীরে ভারতের অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে।

রবিবার রাতে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টায় প্রবল ঘূর্ণিঝড় ফেদাইয়ের অবস্থান ছিল চট্টগ্রাম বন্দর থেকে ১৪১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। 

Bootstrap Image Preview