Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পায়ে ধরে মেয়রের হাত থেকে নিস্তার পেলেন নসিমন চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM

bdmorning Image Preview
ভিডিও থেকে নেওয়া


গাড়িতে ধাক্কা লাগায় এক নসিমন চালককে প্রকাশ্যে মারধর করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান।

শনিবার বিকালে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সাদেকুর রহমান বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও জাদুঘর এলাকায় বাঁশবোঝাই একটি নসিমনের সঙ্গে মেয়রের গাড়ির সংঘর্ষ হয়। এতে তার প্রাইভেট কারের এক পাশে আঁচড় লেগে রঙ উঠে যায়। আর এতেই ক্ষিপ্ত হন তিনি।

এ সময় একজন প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করে ফেইসবুকে তুলে দিলে তা ভাইরাল হয়ে যায়।

শনিবার নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে জনসংযোগ শেষে নিজের প্রাইভেট কারে করে বাড়ি ফেরার পথে তিনি ওই ঘটনা ঘটান।

এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে দেখা যায় তিনি তিনি প্রকাশ্যে নসিমন চালককে মারধর করছেন। নিজের হাতে থাকা লাঠি দিয়ে বারবার তাকে আঘাত করছেন। ওই চালক ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছেন না। পরে স্থানীয়দের কয়েকজন এগিয়ে এসে মেয়রকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।

এ নিয়ে সাদেকুর রহমান বলেন, 'আমি আমার গাড়ি খুব যত্ন করে রাখি। কিন্তু ওই ছেলে বাঁশ বোঝাই নসিমন লাগিয়ে দিয়ে আমার গাড়ি দুমড়ে মুচড়ে ফেলে।তাই রাগে হাতের লাঠি দিয়ে তাকে কয়েকটা আঘাত করেছি।'

তিনি বলেন, 'রাগ করে ওই ছেলেকে মারধর করেছি।কিন্তু সেটা আমি ভুল করেছি।তাই পরে ক্ষমা চেয়ে ওই ছেলেকে ছাড়িয়ে দিয়েছি।'

পরে স্থানীয়রা ওই নসিমন চালককে গাড়িসহ আটকে রাখে বলে দাবি করেন মেয়র।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, ওই ঘটনা নিয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি। তবে আমরা খোঁজ খবর নেব।

Bootstrap Image Preview