Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে নতুন ঘরের চাবি পেলেন ৪০ পরিবার

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন ঘরের চাবি পেলেন, হতদরিদ্র গৃহহীন ৪০ পরিবারের সদস্যরা। 

শুক্রবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গুচ্ছগ্রাম- ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের আওতায় পুরাতন লক্ষণশ্রী গুচ্ছগ্রাম- ২ এর ৪০টি পরিবারের মধ্যে নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। 
জেলা প্রশাসক উপকারভোগী পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

এ উপলক্ষে অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন নাহার রুমার সভাপতিত্বে গুচ্ছ গ্রামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ সিংহ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, গৌরারং ইউপি চেয়ারম্যান জনাব ফুল মিয়াসহ উপকারভোগী পরিবারের সদস্যরা। 

আলোচনা সভা শেষে সদর উপজেলার পুরাতন লক্ষণশ্রী গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মধ্যে আম্বিয়া বেগম, তাছলিমা দিলবাহার বেগম, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, সেলিম রবিদাস, হরিলাল রবিদাস হুরমত জান বিবিসহ ৪০ জনের হাতে নতুন ঘরের চাবিসহ একটি করে শীতবস্ত্র ও দেওয়াল ঘড়ি প্রদান করা হয়। 
 

Bootstrap Image Preview