Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের উন্নয়নমূলক প্রচারপত্র বিতরণে ব্যস্ত অামিনুল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


এম.এ.এইচ রাব্বী, চট্রগ্রাম দ. প্রতিনিধিঃ

অাগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র বিতরণকালে নৌকা প্রতিকে ভোট চেয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন অাওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অামিনুল ইসলাম অামিন।

সোমবার (২৯ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ায় গুড়ি-গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কয়েক শতাধিক গাড়িবহর, হাজার হাজার নেতাকর্মী নিয়ে চা চক্র, কুশল বিনিময় ও পথসভায় যোগ দেন তিনি।

সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের যৌথ অায়োজনে উন্নয়ন কর্মকানণ্ডের প্রচারপত্র বিতরণকালে সাথে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামী লীগ সহ-সভাপতি মুহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, মহিলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামিমা হারুন লুবনা, চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা রক্ষিত সদস্য শাহিদা অাক্তার জাহান, সাতকানিয়া উপজেলা অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দীন প্রমুখ।

এ সময় অামিনুল ইসলাম অামিন বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলস্বরুপ সারা দেশে যে উন্নয়ন হয়েছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে অাগামী নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে অানতে হবে। ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন প্রকল্পের প্রচার করলে কেউ নৌকার বিজয় রোধ করতে পারবে না।

তিনি বলেন, জামায়াত শিবিরের সকল অপপ্রচার রুখে দিতে হবে বঙ্গবন্ধুর সৈনিকদের। অাগামী নির্বাচনে অাওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্প বিবেচনা করে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অারো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অামরা উন্নয়নের মহাসড়কে চলছি। এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।

এ সময় সাতকানিয়ার রাস্তার মাথায় হাসমতের দোকান, ঠাকুরদীঘি, পদুয়া, লোহাগাড়া বটতলী মোটর স্টেশন, আধুনগর খাঁন হাট স্টেশন, চুনতি ডেপুটি বাজার, বড়হাতিয়া মনুফকিরহাট, সেনেরহাট, সোনাকানিয়া বাংলাবাজার, সাতকানিয়া ডলু ব্রীজ, আনু ফকিরের দোকানসহ বিভিন্ন পথসভায় বক্তব্যে রাখেন এবং উন্নয়নের প্রচারপত্র বিতরণ করেন।

Bootstrap Image Preview