Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


মীরসরাই প্রতিনিধি:

'টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থসম্মত' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মীরসরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় এ আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভার শেষে উপস্থিত সকলকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করার লক্ষ্যে হাত ধোয়ার বিভিন্ন কৌশল দেখানো হয়।

আলোচনা সভায় রুহুল আমিন বলেন, সকলের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার ও নিরাপদ পানি পান করতে হবে। এতে মল ও পানিবাহিত রোগব্যাধি থেকে মুক্ত থাকা যায়। তিনি দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের সুস্থ্য থাকার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলার প্যানেল চেয়ারম্যান (২) ইয়াসমিন আক্তার কাকলী, মীরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে. এম সাঈদ মাহমুদ, মীরসরাই উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দারসহ উপজেলার কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

Bootstrap Image Preview