Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষ গ্রহণের অভিযোগে সুপ্রিমকোর্টের ৩ কর্মচারী বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৯ AM

bdmorning Image Preview


ঘুষ নেয়ার অভিযোগে সুপ্রিমকোর্টের তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত কর্মচারীরা হলেন- সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার কমিশনার মো. রবিউল করিম, মো. নিজাম উদ্দিন ও এমএলএসএস জেসমিন আক্তার।

গতকাল সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এফিডেভিট শাখার তিন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখা পরিদর্শনে যান। সেখানে কমিশনার অব এফিডেভিট মো. রবিউল করিমের কাছ থেকে ১৩ হাজার ৯৫ টাকা, নিজাম উদ্দিনের বাম পকেট থেকে খুচরা ২০৫ টাকা এবং ড্রয়ার থেকে অগোছালো ২ হাজার ৩৩৫ টাকা ও এমএলএসএস জেসমিন আক্তারের পার্স হতে ১ হাজার ৭৫ টাকা উদ্ধার করেন। সে অনুযায়ী তাৎক্ষণিকভাবে জব্দ তালিকাও প্রস্তুত করা হয়।

এফিডেভিট শাখার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘুষের নেওয়ার কথা স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের এরূপ কর্মকাণ্ড অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী, যা গুরুতর অপরাধের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। পরে প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করেন রেজিস্ট্রার জেনারেল।

Bootstrap Image Preview