Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাক্তারের অবহেলায় যেন কোনো রোগীর মৃত্যু না হয়: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, চিকিৎসকদের অবহেলায় যেন কোনো রোগীর মৃত্যু না হয়।

চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও মানবিক ও যত্নবান হতে হবে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের নামে প্রতিষ্ঠিত ‘প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে’ তাকে দেয়া সংবর্ধনা ও ‘আবদুল কাদির মোল্লা আবাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

মেডিকেল কলেজের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির স্ত্রী রাশেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী আবদুল কাদের মোল্লা।

আবদুল হামিদ আরও বলেন, মেডিকেল কলেজের শিক্ষা ও পারিপার্শিক পরিবেশ সুন্দর রাখতে হবে। এমন মানসিকতা নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হবে- যেন আমার নামে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ থেকে পাস করা ডাক্তারদের কেউ ‘মানুষ মারার ডাক্তার’ বলতে না পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ, ন, ম নওশাদ খান, পরিচালক রাসেল আহমেদ তুহিন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Bootstrap Image Preview