Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি পাসপোর্টের র‌্যাংকিং কমলো আরও ৫ ধাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ২০১৮ সালের বিশ্বব্যাপে বাংলাদেশ পাসপোর্টের র‌্যাংকিংয়ে আরও ৫ ধাপ নেমে এসেছে।

এ বছর ভিসামুক্ত প্রবেশাধীকারের ভিত্তিতে যে র‌্যাংকিংয়ে করা হয়েছে তাতে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানে ১০০ তম। অথচ আগের বছর ছিল ৯৫তম অবস্থানে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের তালিকায় রয়েছে পৃথিবীর ৪১টি দেশ।

আমেরিকা ভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের ৯ অক্টোবর প্রকাশিত র‌্যাংকিংয় অনুযায়ী, কিংয়ে লেবানন, ইরান এবং কোসোভোর সাথে ১০০ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

হেনলি এন্ড পার্টনার্সের করা এই সূচকে ১৯৯টি দেশ জায়গা পেয়েছে। হেনলি এন্ড পার্টনার্স বলছে, ওই ১৯৯ দেশের মধ্যে মাত্র ১০টি দেশ আছে যাদের পাসপোর্ট অন অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টের তুলনায় কম শক্তিশালী। আর ১৮৫টি দেশের পাসপোর্ট এক্ষেত্রে বাংলাদেশের চাইতে বেশি শক্তিশালী।

হেনলি এন্ড পার্টনার্সের তথ্য বলছে, ২০০৮ সালের পরে থেকে আজ পর্যন্ত এই সূচকে বাংলাদেশের পাসপোর্টের মান নেমেছে ২৭ ধাপ।

তালিকা অনুসারে প্রয় একঘরে হয়ে থাকা উত্তর কোরিয়া কিংবা যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানের পাসপোর্টও বাংলাদেশের পাসপোর্টের চাইতে বেশি শক্তিশালী।

অ্যার্টন ক্যাপিটালের সূচক অনুসারে তালিকার শীর্ষ দেশগুলোর শীর্ষে থাকা জাপানে ভিসা-ফ্রি স্কোর ১৯০। অর্থাৎ জাপানের নাগরিকরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ১৯০টি দেশ ভ্রমণ করতে পারবে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুর ভিসা-ফ্রি স্কোর ১৮৯। ১৮৮স্কোর তৃতীয় স্থানে আছে জার্মানি, ফ্রান্স,দক্ষিণ কোরিয়া। ১৮৭স্কোর নিয়ে চতুর্থ স্থানে ডেনমার্ক, ফিনল্যান্ড, ইতালি,সুইডেন, স্পেন।

একটি দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই কয়টি দেশে ঢোকা যায় তার ওপর দেশটির পাসপোর্ট র‍্যাংকিং নির্ভর করে। বাংলাদেশ থেকে বিশ্বের ৪১টি দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। অর্থাৎ ওই ৪১ দেশে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে।

Bootstrap Image Preview