Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যবদ্ধ হচ্ছে চক্রান্তকারী শক্তিরা: মেনন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘সেই সেনা শাসন এক-এগারোর আইন উপদেষ্টা, সাংবিধানিক পরামর্শদাতা, মাইনাস-টু থিওরির প্রচারক, সেই তথা-কথিত সংস্কারবাদীরা, যারা দল থেকে বাদ পড়েছে, বহিষ্কৃত হয়েছে আজকে তারা যুক্ত হয়েছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে। ঐক্যবদ্ধ হচ্ছে চক্রান্তকারী শক্তিরা।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে’ কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানগর নাট্যমঞ্চে সে দিন যারা হাতে হাত ধরে শপথ নিয়েছিল তারা কারা? সুকুমার রায়ের একটা কবিতা আছে-‘গোঁফেই আমি, গোঁফেই তুমি-গোঁফ দিয়ে যায় চেনা’ সেই গোঁফধারী ব্যক্তিরা।’

মেনন বলেন, তারা ঐক্য করেছে ভোটের অধিকার ফিরিয়ে আনতে। আজ তারা যুক্ত হয়েছেন, মানবাধিকার ফিরিয়ে আনতে। তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাদের সাথে ঐক্য করছেন? সেদিন এখানে উপস্থিত ছিল বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতারা। তাদের ইতিহাস কী জানা নাই? ১৪ দল আমরা জান বাজি রেখে লড়াই করেছি ২০০৪ সাল থেকে। আমাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় নাই, আমাদেরকে লাঠি পেটা করা হয়েছে। জনগণের অধিকারের জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। একুশে আগস্টের ঘটনা কী আমরা ভুলে গেছি? আমরা ভুলে গেছি সেই জঙ্গিবাদের উত্থানের কথা?

তিনি বলেন, আমরা ২৯ তারিখের কর্মসূচি আগেই ঘোষণা করেছিলাম। যখন আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বসেছিলাম তখন তারা আমাদের বলেছিল এটা মহাসমাবেশ করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের এই কর্মী সমাবেশকে জনসভায় রূপান্তর করেছি। হঠাৎ করে দেখলাম বিএনপি তার জনসভার তারিখ পরিবর্তন করে ২৯ তারিখ ঘোষণা করল। গণমাধ্যমে কথা উঠলো পাল্টাপাল্টি হচ্ছে। আমরা পাল্টাপাল্টি করি নাই, করব না।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ সঞ্চালন করেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

Bootstrap Image Preview