Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৯ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম (৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ৫ দিন অতিবাহিত হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের ১ লাখ টাকা নিয়ে সন্তানকে গত ৫ দিন ধরে খুঁজে বেড়াচ্ছে তার পরিবার।

অপহৃত শিশুর পিতা মোফাজ্জল হোসেন জানান, তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব খালপাড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ইটভাটায় ট্রলিগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একই উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মিঠু তার গাড়িতে হেলপার হিসেবে কাজ করতো।

গত ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যায় বিরাব এলাকার নিজবাড়ি থেকে মিঠুসহ তার আরো ৩ সহযোগী মোফাজ্জলের ছেলে ও স্থানীয় গণশিক্ষা পাঠশালার প্রথম শ্রেণির শিক্ষার্থী সিয়াম (৬) কে বাড়ি থেকে ডেকে নেয়। পরে অজ্ঞাতস্থানে আটকে রেখে মোফাজ্জলের কাছে ফোনের মাধ্যেমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Bootstrap Image Preview