Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২ দিনেই জমি নামজারির সুযোগ পাচ্ছেন  প্রবাসীরা 

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৪ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৪ AM

bdmorning Image Preview


মাত্র ১২ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে নিজেদের জমি নামজারি করার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে তাদের এ সেবা নিশ্চিত করছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ভূমি অফিস।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ই-নামজারি কার্যক্রম নিয়ে বিশ্বনাথ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ- জোহরা।

তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।

সভায় জানানো হয়, ঘরে বসেই অথবা নিকটস্থ ডিজিটাল সেন্টার থেকে নামজারির আবেদন করতে পারবেন সেবা প্রত্যাশীরা। ইতিমধ্যে উপজেলার সবক’টি ভূমি অফিসও অনলাইন সেবা চালু করেছে। কম সময়ে, কম খরচে অনলাইনেই এখন নামজারির সকল প্রক্রিয়া সম্পন্ন করে সেবা প্রত্যাশীদের খতিয়ান (পর্চা) দেওয়া হচ্ছে।

বৃহত্তর সিলেটে ই-নামজারি সেবায় এগিয়ে রয়েছে বিশ্বনাথ উপজেলা। সর্বসাধারণ ৪৫ কার্যদিবসের মধ্যে ই-নামজারি কার্যক্রম সেবা পাবেন। সঠিক ভাবে ই-নামজারির জন্য আবেদন করলে যে কোন ব্যক্তি ঘরে বসেই আবেদন করে নিজের কাঙ্খিত সেবা পেতে পারেন। ই-নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। ফলে কেউ হয়রানি হওয়ার কোন সুযোগ নেই।

সরকার নির্ধারিত ‘ডিসিআর ও কোর্ট’ ফি বাবদ মাত্র ১ হাজার ১৭০ টাকা জমা দিলে ও সঠিকভাবে আবেদন করলে কোন হয়রানি ছাড়াই সেবাটি পাবেন জনগণ। ই-নামজারি কার্যক্রমে যেমন ফাইল হারানো বা গায়েব হওয়ার সম্ভাবনা নেই, তেমনি সেবা প্রদানকারী ও গ্রহণকারী উভয় পক্ষের সময়ও অপচয় হওয়া বন্ধ হবে।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সদস্য আব্বাস হোসেন ইমরান, প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ সাহেদ, আবদুস ছালাম, মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, ফটো সংবাদিক শফিকুল ইসলাম শফিক, দশঘর ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা অসিত কুমার পাল চৌধুরী, খাজাঞ্চী (প্রয়াগমহল) ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা আবদুস শুকুর, উপজেলা ভূমি অফিসের নাজির প্রসেনজিৎ ধর, সার্ভেয়ার আবদুর রাকিব, অফিস সহকারী কন্দর লস্কর, নূরুল ইসলাম, উপ-সহকারী আশরাফ আলী, শ্যামল সিংহ, খালেদ আহমদ প্রমুখ।

Bootstrap Image Preview