Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাশকতা ও বিস্ফোরক মামলায় জামায়াত নেতা কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় ৪ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আব্দুল বাছেদ পোটল (৫৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বগুড়ার জেলা জামায়াতের সদস্য এবং সারিয়াকান্দি ছাইহাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল বাছেদ উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামের আব্দুল বারীকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বিগত সময়ে সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচি পালনকালে আব্দুল বাছেদ পোটলের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে ধুনট থানায় পৃথক ৪টি মামলা দায়ের হয়। এসব মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিচারক।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে শেরপুর উপজেলা পরিষদ এলাকা থেকে বুধবার দিবাগত রাতে একাধিক মামলার আসামি আব্দুল বাছেদ পোটলকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview