Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়লেন এমপি একরাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১১:০২ PM
আপডেট: ১৫ জুন ২০২০, ১১:০২ PM

bdmorning Image Preview


'আল্লাহ্ তুমি আমাকে নিয়ে যাও তবুও আমার এমন তরতাজা কর্মীদের প্রান কেড়ে নিওনা' বলেই কান্নায় ভেঙ্গে পড়েন নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরি।

সোমবার নিজ নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবরে শোকে কাতর হয়ে পড়েন স্থানীয় সংসদ সদস্য একরাম। সংবাদটি পেয়েই ছুটে যান নিহত ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে। সেখানে একরামুল করিম চৌধুরি অশ্রুসিক্ত চোখে বলেন, যে হারে আমার কর্মীরা মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল ভারী হচ্ছে, এখন আর চোখে পানি আসে না! আল্লাহ্ তুমি তোমার বান্দাদের জানাবে না, কবে এই মৃত্যুর মিছিল শেষ হবে।

নিজ কর্মী রতনের কথা মনে করে একরাম চৌধুরি বলেন, এইতো বছর হলো ছেলেটি বিয়ে করেছে। একটা সাজানো সংসার শেষ হয়ে গেল। রতন তুমি আমাকে শ্রদ্ধার সঙ্গে ভাই বলে ডাকতে। আমি আজ কথা দিলাম যতদিন বেঁচে থাকবো আমি তোমার সেই ভাইয়ের কাজটিই করবো।

এ সময় তিনি নোয়াখালীতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষণাকৃত আইসিইউর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে সাময়িক ১০ বেডের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দেন। যার ব্যয়বার এমপি নিজেই বহন করবেন বলে জানান একরামুল করিম চৌধুরি।

Bootstrap Image Preview