Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাসের ‘ভয়ে’ আত্মহত্যা করা সেই পুলিশ সদস্যের দাফন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২০, ১০:১৩ PM
আপডেট: ০৫ মে ২০২০, ১০:১৩ PM

bdmorning Image Preview


রাজধানীর খিলগাঁওয়ে করোনাভাইরাসের ‘ভয়ে’ পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করা পুলিশ কনস্টেবল ও এসবিতে কর্মরত তোফাজ্জল হোসেনের লাশ দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তোফাজ্জল হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বিদ্যাপীঠ কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানা ওসি রণোজিত রায়।

তোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া বন্ধু ডা. হাবিব বলেন, সে ছিল অত্যন্ত ভদ্র ছেলে তার এমন মৃত্যুতে তিনি তার সব সহপাঠী মর্মাহত ও শোকাহত ।

সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর তিলপাপাড়ায় বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল হোসেন।

এই বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এই নিয়ে তার স্ত্রীর কাছে পরীক্ষাটি সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কনস্টেবল তোফাজ্জল হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

এই ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন সোমবার বিকালে জানান, জানাজা ও দাফন কাজের সময় নবীনগর থানা পুলিশের একটি টিম ছিল।

Bootstrap Image Preview