Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষার জন্য গণস্বাস্থ্যের করোনা কিট ‘নেবে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০৩:৪৪ AM
আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ০৩:৫০ AM

bdmorning Image Preview


গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের কিট বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষা করে দেখবে বলে জানিয়েছেন কেন্দ্রের এক চিকিৎসক।তবে এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিতে হলে সরকারকে অনুরোধ করতে হবে। 

এ ছাড়া সোমবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস শনাক্তের কিট নিয়ে সরকারকেও পরীক্ষার অনুরোধ জানিয়েছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমেরিকা থেকে আমাকে ফোন করেছে। তারা এই কিট নিয়ে পরীক্ষা করে দেখতে চায়। তিনি বলেন, আমরা সরকারকে আমাদের কিট পরীক্ষার জন্য দিতে চাই। এ জন্য অপেক্ষায় থাকব।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কিট নেবে। তারা এটি পরীক্ষা করে দেখবে এবং রেজাল্ট জানাবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে সরকারের সঙ্গে কাজ করে। যেহেতু সরকার নেয়নি সেহেতু তারাও হস্তান্তর অনুষ্ঠানে আসেনি। সরকার চাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা শনাক্তের কিট নেবে।

এর আগে শনিবার সরকারকে কিট হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র করে। তবে ওই দিন সরকারের কেউ কিট গ্রহণের জন্য আসেনি। 

পরে রবিবার গণস্বাস্থ্যের পক্ষ থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তরে করোনা শনাক্তের কিট নিয়ে গেলেও কেউ সেটি গ্রহণ করেনি।

এরপর রোববার ওষুধ প্রশাসন জানায়, তারা যথাযথ নিয়ম মেনে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার বিষয়ে আগ্রহী।

সূত্র: দেশ রূপান্তর 

Bootstrap Image Preview