Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পীরের স্বপ্ন গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২০, ০৯:৩৭ PM
আপডেট: ১৮ মার্চ ২০২০, ০৯:৩৭ PM

bdmorning Image Preview


চরমোনাই পীর সাহেব স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস হতে বাঁচতে পারবেন- এমন গুজবে মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়ে যায়।

বুধবার ভোররাতে বেলা ওঠার আগে এ দুই উপজেলায় থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় নারী-পুরুষরা মধ্যরাতে লাইট জ্বালিয়ে থানকুনি পাতা সংগ্রহে নেমে পড়েন।

গুজবে সাড়া দিয়ে মুকসুদপুর উপজেলার অনেকে আবার করোনাভাইরাসে থানকুনি পাতার কার্যকারিতা সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কেউ কেউ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের ফোন করে বিষয়টি জানিয়ে থানকুনি পাতা সংগ্রহ ও খাওয়ার কথা বলেছেন। আবার কেউ কেউ মুঠোফোনে ম্যাসেজও দিয়েছেন।

এলাকাবাসী জানান, চরমোনাই পীরকে স্বপ্নে বলে দিয়েছে থানকুনি পাতা খেলে করোনাভাইরাসে আক্রান্ত করতে পারবে না। তাই তারা পাতা সংগ্রহ করছেন।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান বলেন, এটা একটি গুজব একটি কুচক্রী মহল পীর সাহেবের নামে গুজব ছড়াচ্ছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মাহামুদুর রহমান বলেন, ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত থানকুনির পাতার বিভিন্ন গুণ রয়েছে। তবে থানকুনি পাতা খেলে করোনাভাইরাস রোগ ভালো হবে এর কোনো ভিত্তি নেই। বিষয়টি নিয়ে আমাকে অনেকে জানিয়েছেন।

Bootstrap Image Preview