Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় বিধবা নারীকে গণধর্ষণ, আতঙ্কে এলাকাবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২৪ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২৪ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলায় বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পেছনে এক নারী (৩৫) কে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। 

এর আগে গত রবিবার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরকুকরি মুকরির নারিকেল বাগান নামক এলাকায় হাত পা বেধে এক কিশোরীকেও গণধর্ষণের ঘটনা ঘটে। জানা গেছে, ধর্ষিত ওই নারী উপজেলার জয়নগর ইউনিয়নের একজনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বাংলাবাজার এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে কর্মচারী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে ওই নারী কর্মস্থল বাংলাবাজার থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে হালিমা খাতুন কলেজের পাশে অটোরিকশা থামিয়ে বাচ্চার জন্য কেনাকাটা করতে অটোরিকশাচালককে দোকানে পাঠান তিনি। এ সময় সোহাগ, মঞ্জুরসহ চার যুবক তাকে একা পেয়ে তার হাত-পা ও মুখ বেঁধে রিকশা থেকে নামিয়ে কলেজের পেছনে নিয়ে যায়। এরপর তাদের বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ উঠে।

ওই নারীর আর্ত-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিকমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে ভর্তির ৩০ মিনিট পর তার জ্ঞান ফিরে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোচালককে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. গোলাম রাব্বি চৌধুরী জানান, তাকে আমরা মেন্টালি ট্রমাটাইজ হিসেবে পেয়েছি। তার জন্য আজ বৃহষ্পতিবার একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রিপোর্টটি পরে কোর্টে  প্রেরণ করব।তিনি আরো জানান, ধর্ষণের সকল নমুনা সংগ্রহ করা হচ্ছে। ধর্ষিতা এখন আগের চেয়ে মোটামুটি সুস্থ রয়েছেন।

এ ব্যাপারে দৌলতখান থানার ভারপ্রাপ্ত অফিসার সাদিকুর রহমান পুলিশ জানান, পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন। এছাড়াও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চারজনের মধ্যে দুজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। তাদেরকে আটকে পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতি চলছে।এদিকে এক সপ্তাহে দুটি গণধর্ষণের ঘটনায় ভোলার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Bootstrap Image Preview