Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৮ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৮ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সুমন বলেন, সামাজিক কর্মকাণ্ডের জন‌্য ট্রাইব্যুনালে বেশি সময় দিতে পারছিলাম না। এ জন‌্য চিফ প্রসিকিউটর বরাবর আমার পদত‌্যাগপত্র পাঠিয়েছি।

নানা ঘটনা নিয়ে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া দিয়ে আলোচনায় উঠে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন।

তিনি ৩ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা ব্যবসায়ী ছিলেন এবং মা গৃহিনী। তিনি ডিসিপি উচ্চ বিদ্যালয়ে তার প্রাথমিক অধ্যয়ন সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং/বিপণন বিষয়ে অধ্যয়ন করেন। পরে সিটি ল স্কুল থেকে বার ভোকশনাল কোর্স অধ্যয়ন শুরু করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন করেন। পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন তিনি।

Bootstrap Image Preview