Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে দুই সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৪ PM

bdmorning Image Preview


রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস বন্ড কমিশনারেটের অভিযানের সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজটোয়েন্টিফোরের দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ সময় ওই চ্যানেলের একটি গাড়িও ভাংচুর করে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন, নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল।

এ বিষয়ে জানতে চাইলে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার মো. খন্দকার বলেন, ‘দুই সাংবাদিক অফিসের অ্যাসাইনমেন্টে অভিযান কাভার করতে গিয়েছিলেন। অভিযানের ফুটেজ নেওয়ার সময় দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। তাদের মারধর করে।'

এই সাংবাদিক আরও বলেন, ‘হামলার সময় তারা নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই এবং গাড়িও ভাঙচুর করেছে। পরে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।'

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

Bootstrap Image Preview