Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই দিনে দুই শিশু ধর্ষণ, শাস্তির দাবিতে জনতার মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৩:১৭ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৩:১৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে একই দিনে দুই শিশু ধর্ষণসহ দেশব্যাপি নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং দূর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর সর্বস্তরের জনতা।

সোমবার বেলা ১১টায় জেলা শহর মাইজদীর প্রধান সড়ক সংলগ্ন হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জেলা যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের আয়োজনে এ কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারী একই দিনে বেগমগঞ্জের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও সূবর্ণচরে বাক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ করা হয়।

বক্তারা আরও বলেন, সমাজের সবাই যদি একইসঙ্গে সব অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলেই সম্ভব হবে সমাজ থেকে এ ব্যাধি দূর করা। সারাদেশে যে ধর্ষণ চলছে তার দায়ভার আমাদের নিতে হবে।

নোয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের যুগ্ন আহ্বায়ক এবিএম আবদুল আলীম, আক্তারুল ইসলাম, আমিরুল ইসলাম হারুন, আবুল হাসেম, মেহেদী হাসান প্রমূখ।

এছাড়া মানববন্ধনে শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ প্রতিনিধি সাংবাদিক ও উন্নয়নশীলকর্মী উপস্থি ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Bootstrap Image Preview