Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার শিশু তোহামনি উদ্ধারে অভিযানে সেনাবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM

bdmorning Image Preview


রাজধানীর রায়েরবাগ-কদমতলীর মেরাজনগর খালে ডুবে যাওয়া শিশু তোহামনি ওরফে আশামনিকে ৪ দিনেও উদ্ধার করা যায়নি। এবার তাকে উদ্ধার করতে অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে শিশু তোহামনি উদ্ধার না হওয়ায় বেলা ১১টায় খাল পাড়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কদমতলী এলাকা।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বাসার পাশেই খেলার সময় বল আনতে গিয়ে ডুবে যায় আশামনি। ঘটনার দিন বন্ধুদের সাথে শিশুটি খেলা করছিল। এরপর প্রথমে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা উদ্ধারে নামে। কিন্তু খালের নোংরা পানি, ময়লা কঠিন করে তোলে তাদের কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পর হাত নেড়েছিল সে। কিন্তু ভেসে যায় উদ্ধারের আগেই। এলাকাবাসী অভিযোগ, তৎপরতার ঘাটতি আছে উদ্ধার অভিযানে। তাই নিজেরাই নেমে পড়েছেন উদ্ধারে।

ফায়ার সার্ভিস বলছে, দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানির কারণে ডুবুরীদের সমস্যা হচ্ছে। তবে যতক্ষণ উদ্ধার না করা যাচ্ছে ততক্ষণ কাজ চলবে।

তোহামনির বাবা স্থানীয় মুদি ব্যবসায়ী এরশাদ। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরশেলই গ্রামে। তোহামনি মেরাজনগর ফারহা মডেল স্কুলে শিশু শ্রেলিতে পড়তো।

Bootstrap Image Preview