Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আব্দুল নাছির (২৮) নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা, দুটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, দুটি কার্তুজের খালি খোসা, নগদ তিন হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মনতলিয়া পুরানপাড়া মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাছির উখিয়া উপজেলার বালুখালী আট নম্বর ক্যাম্পের (ইস্ট) বি-২৬ নম্বর ব্লকের বাসিন্দা মো. জাকেরের ছেলে।

র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সাহেদ মাহাতাব জানান, মিয়ানমার থেকে আসা ইয়াবার একটি চালান উপজেলার মনতলিয়া পুরানপাড়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচার হবে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসতে দেখে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, অস্ত্র ও বুলেটসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ মাদক কারবারিকে প্রথমে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview