Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের যেভাবে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৭:০১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৭:০১ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা ১০৬ জন বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। ভাইরাস সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরও বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার। বাংলাদেশও সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'আতঙ্কিত নয়, সতর্ক থাকুন। করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ভয়ের কোনও কারণ নাই। আশা করি, করোনাভাইরাস বাংলাদেশে আসবে না।'

আজ সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'এটা একটু আগে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের ছবি। বিমানবন্দরের অন্য অংশেও এই ব্যবস্থা আছে। প্রতিটি আগমনী যাত্রীর জন্য এই আর্চের মধ্য দিয়ে আসাটা বাধ্যতামূলক, ভিআইপি তেও।'

তিনি লেখেন, 'International Health Regulation 2005 অনুযায়ী আমাদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার এই ব্যবস্থা আছে। স্ক্রিনে ছবিতে দেখবেন হাতের তালুর অংশটুকু লাল রং ধারণ করেছে, কারণ ব্যক্তিটি হাতের তালু ঘসছিলেন। ঠিক একই ভাবে কারও জ্বর থাকলে মুখের অংশটি লালচে দেখা যাবে। তারপর সেই যাত্রীকে আরও কিছু পরীক্ষা করারও ব্যবস্থা আছে।'

Bootstrap Image Preview