Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে বাংলাদেশি পাসপোর্টসহ ১৩ রোহিঙ্গা নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৫:৩৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর আফতাবনগরে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। তাদেরক বিদেশে পাচার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়। কবিরই বাসাটি ভাড়া নিয়েছেন। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

সূত্র জানায়, রোহিঙ্গা নারীদের বিদেশে পাচারের উদ্দেশে এখানে আনা হয়। পার্সপোট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পাসপোর্ট ও তৈরি করা হয়েছে। তাদেরকে সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো বলে জানান র‌্যাব-৩ এর পরিচালক।

Bootstrap Image Preview