Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুতে পরপর তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ০৪:৪২ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ০৪:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে চার ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজাসংলগ্ন এলাকায় দুই বাসের সংঘর্ষে ইমন (১৮) এক বাসের হেলপার নিহত হয়েছেন। ইমন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কোকাডাইর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

এই দুর্ঘটনার ১০ মিনিট পরই বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লেনে দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে রেদোয়ানুল হক খান (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। রেদোয়ানুল ময়মনসিংহের ভালুকা উপজেলার আশকা গ্রামের মৃত আব্দুস সালাম খানের ছেলে ও দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন।

পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনটি দুর্ঘটনার ফলে বঙ্গবন্ধু সেতুর উভয়পাশসহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। তবে দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সড়ক থেকে সরানোর পর ধীরগতিতে চলছে বিভিন্ন যানবাহন।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব ভায়াডাক্ট অংশে ঢাকাগামী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে এক বাসের হেলপার নিহত হন। আহত হন ১০ জন। একই সময়ে বঙ্গবন্ধু সেতুর ওপর ১৭ নম্বর পিলারের কাছে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হন। দুর্ঘটনার পর পরিবহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। দুপুরের পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ওসি বলেন, এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হন। আহত হন আরেও দুজন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। মূলত ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview