Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রার্থীর ওপর হামলা রোধে ইসির ব্যবস্থা নেওয়া উচিত: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১২:১৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১২:১৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগের বিষয়টি ইসির গুরুত্ব সহকারে দেখা উচিত।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণার সময় হামলা হয়েছে। হামলায় তাবিথসহ ২০ জন আহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি নির্বাচনি প্রচারণায় দমে না থাকার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল। 

অন্যদিকে এ হামলা নিজেদের মধ্যে সংঘর্ষ বলে আখ্যা দিয়েছেন প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। আর অভিযোগ পেলে খতিয়ে দেখার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

Bootstrap Image Preview