Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারলেন বাড়ির মালিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৯:৩১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৯:৩১ PM

bdmorning Image Preview


ভাড়ার অগ্রিম টাকা নিয়ে তর্কের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এক ছাত্রীকে মারপিট করেছেন দক্ষিণ ক্যাম্পাসের একজন কটেজ মালিক। এ ঘটনায় ছাত্রী সোমবার সন্ধ্যায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা নিয়ে তৈরী হয়েছে উত্তেজনা।

সূত্র জানায়, অভিযুক্ত কটেজ মালিকের নাম মো. নুরুল ইসলাম। তিনি ছাত্রীকে মারধরের অভিযোগ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে স্বীকার করেছেন। থানায় জিডি হলে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে ছাত্রী জানান, তিনি ছয় মাস বসবাস করেছেন দক্ষিণ ক্যাম্পাসের নিরিবিলি হাউজ নামের কটেজে। গত ডিসেম্বরে তিনি বাসা পরিবর্তন করেন। অন্য জায়গায় চলে গেলেও কটেজ মালিক ছাত্রীর জামানত বাবদ গ্রহণ করা দু হাজার টাকা ফেরত দেননি। সোমবার দুপুরে ছাত্রী পাওনা টাকা চাইতে গেলে নুরুল ইসলাম তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি ছাত্রীকে গালাগাল করেন। অশ্লীল ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় ছাত্রীর চুলের মুঠি ধরে মারধর করেন নুরুল। এমনকি ছাত্রীর ডান হাতে কামড় ও থাপ্পড় দেন।

অভিযোগে ছাত্রী বলেন,'নুরুল ইসলাম আমার গলা চেপে ধরে মারধর করেন। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরপর বন্ধু-বান্ধবরা পৌছে আমাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় থানায় জিডি করেছি।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন,'ঘটনা ক্যাম্পাস সীমানার বাইরে হলেও এটি জানার পর কটেজ মালিক নুরুল ইসলামকে ডেকে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন। ঘটনার শিকার ছাত্রী থানায় অভিযোগ করেছেন। এখন আইন অনুযায়ী ব্যবস্থা হবে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ছাত্রীকে সহায়তা দেবে।'

হাটাহাজারী মডেল থানার এসআই আবুল বাশার বলেন, 'অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

Bootstrap Image Preview