Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ আগারগাঁও-শেওড়াপাড়ায় প্রচারণা চালাবেন আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ১১:১০ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ১১:১০ AM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম শনিবার (১৮ জানুয়ারি) আগারগাঁও-শেওড়াপাড়া এলাকায় থেকে প্রচারণা শুরু করবেন। সকাল ১১টায় আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে নির্বাচনি প্রচারণার নবম দিনের গণসংযোগ শুরু করবেন তিনি।

মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করে পশ্চিম শেওড়াপাড়া, ওয়াসা রোড, পূর্ব শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, বিআরটিএর পেছনে সেনপাড়া পর্বতা এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন তিনি।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Bootstrap Image Preview