Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়া চোখে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত দুলাল মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের একই গ্রামের নাথপাড়ার বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানায়, গেল তিনদিন আগে শ্রীনগর হাইস্কুল মোড়ে সিএনজি স্ট্যান্ডে দুজন চালকের মধ্যে সিরিয়াল নিয়ে কথা কাটাকাটি হয়ে। এসময় শিমুলকান্দি গ্রামের এক সিএনজি চালকের পক্ষে কথা বলে নিহত দুলাল মিয়ার বংশের ছোট ভাই ফুল মিয়া। ফলে শ্রীনগর গ্রামের বাঘা বংশের আঙ্গুর মিয়ার ছেলের সাথে ফুল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকালে হাইস্কুল মোড়ে একটি কংক্রিট মিক্সার মেশিন আটকে দেয় আঙ্গুর মিয়ার ছেলে। পরে বিষয়টি সমাধানের জন্য বাঘা বংশের দুজন লোক গেলে, তাদেরকে মারপিট করার অভিযোগে আঙ্গুর মিয়া ও মিলন মিয়ার লোকজন নিহতের বসতবাড়ি নাথপাড়ায় হামলা করে। এতে নিহত দুলাল মিয়া গুরুতর আহত হয়। এছাড়াও নিহতের ভাই আওয়াল মিয়াও আহত হয়।

নিহতের স্বজনদের দাবি, নিহত দুলাল মিয়া পরিবার নিয়ে প্রায় দশ বছর আগে শ্রীনগর গ্রামের সিরার বাড়ি বংশের আলগা বাড়ি থেকে বাপ-দাদার ভিটে মাটি বিক্রি করে পাশের এলাকা শিমুলকান্দি ইউনিয়নের একই গ্রামের নাথ পাড়ায় বসবাস শুরু করে। ফলে তারা মাত্র কয়েক ভাই সেখানে বসবাস করছে। কিন্তু আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে শ্রীনগর গ্রাম থেকে গিয়ে আঙ্গুর মিয়া ও মিলন মিয়ার লোকজন নাথপাড়ায় হামলা চালায়। এতে নিহত দুলাল মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর দুপুর আড়াই টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে পূর্ব শত্রুতার জের ধরে নয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এমন দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক বাঘা বংশের একজন মুঠোফোনে আরটিভি অনলাইনকে জানান, বিষয়টি সমাধানের জন্য দু’জন লোক নাথপাড়ায় গেলে তাদেরকে মারপিট করে নিহতের স্বজনরা। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শ্রীনগর ইউপি চেয়ারম্যান সার্জেন্ট (অবঃ) আবু তাহের মুঠোফোনে জানান, শুনেছি হাইস্কুল মোড়ে সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির ইস্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এরই জের ধরে আজ সকালে নাথপাড়ায় দু’পক্ষের সংর্ঘষ হয়। এতে নিহত দুলাল মিয়া চোখে টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

নিহতের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, এলাকা শান্ত রয়েছে। তাছাড়া এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজর রয়েছে।

Bootstrap Image Preview