Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘাতক চালকের শাস্তির দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:০৫ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ PM

bdmorning Image Preview


জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাদারগঞ্জ সড়কে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বালিজুড়ী পূর্বপাড়ার রুহুল আমীনের ছেলে এসএসসি পরীক্ষার্থী জুয়েল রানা ও খোর্দ্দজোনাইল গ্রামের গোদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ।

ঘাতক চালকের শাস্তির দাবিতে আজ (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদারগঞ্জ মডেল থানার সামনে মানববন্ধন করেছে আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। ন্যায়বিচারের দাবিতে শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে যোগ দিয়েছেন শিক্ষকরাও।

শিক্ষার্থীরা তাদের দাবি টিএনও এবং পুলিশ সুপারকে জানালে তারা ঘটনা তদন্তের জন্য দুইদিনের সময় নেন। এসময় তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি না মানা হলে স্কুলের সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাবে। তারা তাদের সহপাঠীদের (জুয়েল ও জাহিদুল) অকাল মৃত্যুর সুষ্ঠ বিচারের পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধের আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-মাদারগঞ্জ সড়কে চলাচলকারী মাদারগঞ্জ স্পেশাল সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৬৭৮) পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ছাড়ার ৫ মিনিট পরই মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পূর্বপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল ও জাহিদুল মারা যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

Bootstrap Image Preview