Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাই মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৮:৫৭ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১লাখ ৬৪হাজার ৭০০টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সম্ভব হয়নি। 

শুক্রবার (৫ জুলাই) ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা, ভোমরা, কুশখালী, ও বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, চা পাতা, জুতা, পাতার বিড়ি, গুড়া দুধ ও বাই সাইকেল।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা, ভোমরা, কুশখালী, ও বৈকারী সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামালগুলো জব্দ করে।

 

Bootstrap Image Preview