Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে ১৫০ ফুট গভীর নলকূপে ৩ বছরের ফতেবীর, ১১০ ঘণ্টা পর উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জন্মদিনে মর্মান্তিক এক ঘটনার মুখোমুখি হতে হয়েছে ৩ বছরের শিশু ফতেবীরকে। বাড়ির পাশে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল ১৫০ ফুট গভীর নলকূপে।

ভারতের পাঞ্জাব প্রদেশের সাংগুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

১১০ ঘণ্টা পর ১১ জুন, মঙ্গলবার সকাল ৫টা ১২ মিনিটে পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং এনডিআরএফের (জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া ফোর্স) সহায়তায় নলকূপটি থেকে উদ্ধার করা হয় শিশু ফতেবীরকে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে এএনআই।

সাংগুর জেলার সহকারী পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানিয়েছেন, অনেক চেষ্টার পর নলকূপটি থেকে উদ্ধার করা হয় ফতেবীরকে। আর তারপরই তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের তরফে এখনো কিছু জানানো হয়নি।

গত সোমবারই ফতেবীর দুই থেকে তিনে পা দিয়েছে। শিশুটির জন্মদিনটি কেটেছে ভয়ে, ১৫০ ফুট গভীর ওই গর্তের ভেতরে।

শিশুটির মায়ের দাবি, ওই গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন যাবৎ ওই নলকূপটি ব্যবহার করা হতো না।

গত ৬ জুন, বৃহস্পতিবার বাড়ির সামনে খেলতে খেলতে অব্যবহৃত ওই ১৫০ ফুট গভীর নলকূপের ভেতরে পড়ে যায় ফতেবীর। শিশুটির বাড়ি সাংগুর জেলার ভগবানপুরা গ্রামেই। আর সেখানেই ঘটেছে ঘটনাটি।

গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করেও পুলিশ, এনডিআরএফ, গ্রামবাসী ও বেশ কিছু ভলান্টিয়াররা ৬ তারিখ থেকে শিশুটিকে ওই নলকূপ থেকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে শিশুটির জন্মদিনের ঠিক পরের দিন উদ্ধার করা হলো।

Bootstrap Image Preview