Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে প্রাইভেটকারের চালকসহ আহত ৪ 

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ঢাকা জেলার ধামরাইয়েও ধমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ধামারাইয়ে একটি চলন্ত প্রাইভেটকারের উপর গাছের ডাল ভেঙ্গে পরে একই পরিবারের ৩ জন ও চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভা এলাকার পউলি গ্রামের প্রাইভেটকারের যাত্রী ইনতাজ উদ্দিন (৪৫), স্ত্রী নাজনীন সুলাতানা (৪০) মেয়ে হিম আক্তার (২১) ও চালক শওকত আলী (৫৫)।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পরিমল কুমার জানান, দুপুরে রাজধানী ঢাকা থেকে ইনতাজ আলী, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মানিকগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্য ভাড়া প্রাইভেটকারটি নিয়ে ফিরছিলেন। এসময় প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় পৌছলে হঠাৎ ঝড়ে একটি গাছের ডাল ভেঙ্গে এর উপর পরে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৩ জনসহ এর চালক আহত হন। 

পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন তারা। এদের মধ্যে প্রাইভেটকারের চালক শওকত আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) লুৎফর রহমান জানান, দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কারণে সড়কে যানচলাচল কিছুটা বিঘ্নিত হয়। দুর্ঘটনা কবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলেই যানচলাচল স্বাভাবিক হয়।  

Bootstrap Image Preview