Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম বিকৃত, অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


শিক্ষা প্রতিষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিকৃত করে লেখার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের অধ্যক্ষসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে ও রতারগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও সচিব মহসিন আহমদ ইয়াসীন, একই উপজেলার মথুরকান্দি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক হাবিবুর রহমান, বাঘবের গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে একই শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারি আলমগীর হোসেন।

চলতি বছরের ৩ এপ্রিল সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (বিশ্বম্ভরপুর যোন) আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন, সিলেট নগরীর শাহপরান থানার সৈয়দানিবাগের বাসিন্দা মৃত আরজু মিয়ার ছেলে এস এম হুমায়ূন কবির।

বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বম্ভরপুর থানায় দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার  রতারগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিকৃত করে লেখা ও বিগত দিনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ওই শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন না করার অভিযোগে বাদী সংক্ষুদ্ধ হয়ে ওই মামলাটি আদালতে দায়ের করেন। মামলা নং সিআর- ৪৬/১৯ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বম্ভরপুর যোন আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মামলার অভিযুক্ত উপজেলার রতারগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মহসিন আহমেদ ইয়াসিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

এ দিকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অধ্যক্ষসহ তিন জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন।

আদালত এদিন বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিকে মামলাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন নারায়ণগঞ্জ শহরের ৭৬ মোবারক শাহ রোডের বাসিন্দা মৃত মৌলভী আলম চাঁনের ছেলে।

Bootstrap Image Preview