Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রী নিহত 

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১১:০১ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাপায় তাসতিয়া (১৪) আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় ওই ছাত্রীর সাথে দুজন বান্ধবী মমতাজ খাতুন (১৬) ও সুমি আক্তার (১৬) আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে। নিহত তাসতিয়া কামতা জগতপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহত মমতাজ কামতা গ্রামের হাসেম আলীর মেয়ে ও সুমি একই গ্রামের মকলেছর রহমানের মেয়ে। এরা সবাই উপজেলার কামতা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে প্রাইভেট শেষে নাগাদ বগার বাড়ী বাজার হয়ে হেটে বাড়ীর দিকে যাচ্ছিল তারা। এসময় বিপরিদ দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে তাদের ধাক্কা দিয়ে গাছের সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসতিয়া মারা যায় এবং মমতাজ ও সুমি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে দেয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সেখানে দু’জন অফিসারকে পাঠানো হয়েছে। পরিস্থীতি অনুসারে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। 

Bootstrap Image Preview