Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌ-শ্রমিকদের কর্মবিরতি, পিরোজপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:০৩ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:০৩ PM

bdmorning Image Preview


বেতন-ভাতা বাড়ানো ও নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ কারণে পিরোজপুরে বন্ধ রয়েছে পিরোজপুর-ঢাকা রুটের লঞ্চ চলাচল।

সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টা এক মিনিট থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে বিপাকে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।

পিরোজপুরের ৭টি উপজেলার কয়েক হাজার যাত্রী প্রতিদিন ৪টি লঞ্চযোগে ঢাকা, বরিশাল ও চাঁদপুর যাতায়াত করেন। এ ছাড়া ঢাকায় ডাব ও কলাসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য সরবরাহের প্রধান মাধ্যম লঞ্চ।

প্রতিদিন দুপুর ২টা বিকেল ৫টার মধ্যে হুলারহাট, মঠবাড়িয়া ও নাজিরপুর থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও, নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে আজ লঞ্চ ছেড়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

অনির্দিষ্টকালের এ কর্মবিরতির কারণে বিপাকে পড়েছে লঞ্চের যাত্রী, ব্যবসায়ী ও নৌযানের সাথে সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview