Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে যৌথ অভিযানে ক্রেতা সেজে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:২০ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‍্যাবের টহল দল যৌথ অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। 

রবিবার (৭ এপ্রিল) রাতে ইয়াবা আটকের ঘটনায় ৩ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- বিশ্বরম্ভপুর থানার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের আবদুল মন্নাফের ছেলে সাদ্দাম হোসেন ও একই গ্রামের দারু মিয়ার ছেলে আফিল উদ্দিন।

রবিবার রাতে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শোয়েব আহম্মদ চৌধুরী জানান, ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‍্যাব- ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের র‍্যাবের টহল দল যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের একটি পলি টেকনিক কলেজ এলাকা থেকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ইয়াবা বিক্রেতা সাদ্দাম ও আফিলকে আটক করা হয়।

অভিযানের সময় জেলার শীর্ষ ইয়াবা ডিলার সদর উপজেলার সদরগড় গ্রামের নজির হোসেন ওরফে নইদ্যার ছেলে ওমর আলী কৌশলে পালিয়ে যায়।

পরে আটককৃতদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ বাদী হয়ে রাতেই সদর মডেল থানায় জেলার শীর্ষ ইয়াবা ডিলার ওমর আলীকে পলাতক আসামি দেখিয়ে আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ীসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

Bootstrap Image Preview