Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের অবর্তমানে জাপার চেয়ারম্যান জি এম কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। 

শুক্রবার (৫ এপ্রিল) রাতে এক সাংগঠনিক নির্দেশে তিনি এ ঘোষণা দেন।

এর আগে গত ৪ এপ্রিল জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। এদিন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে নিজ ভাই জি এম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পরের দিন সংসদের বিরোধীদলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।

এর পর ২৭ মার্চ রংপুরে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তের বিরোধীতা করে আন্দোলনের ঘোষণা দেন রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে আন্দোলনের মুখে জি এম কাদেরকে পুনর্বহাল করার আশ্বাস দেন এরশাদ।    

Bootstrap Image Preview