Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


দীর্ঘদিন ধরে ফটিকছড়ির নানুপুর বিনাজুরি খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে খালের পাড়ে গড়ে উঠা কয়েকটি স্থাপনা ভেঙ্গে দেয়া হয় এবং বাকী স্থাপনাগুলো এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্ত্বে সরিয়ে নেয়ার জন্য অবৈধ দখলদারদের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম বলেন, বিনাজুরী খাল যারা অবৈধ দখল করেছে তাদের প্রাথমিকভাবে আমরা নোটিশ প্রদান করেছি এবং খাল পুরোপুরি উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

Bootstrap Image Preview