Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


যাদের নি:স্বার্থ আত্মত্যাগের ফসল আমাদের লাল সবুজ পতাকার বাংলাদেশ, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচি শুরু হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সরকারি, বেসরকারি ও শায়ত্বস্বাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুনের সভাপতিত্বে রাণীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান প্রমুখ।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ জামে মসজিদসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, রাণীনগর প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, সুশাসনের জন্য নাগরিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাণীনগর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক  অঙ্গসংগঠন ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণসহ নানা কর্মসূচি পালন করা হয়। 

Bootstrap Image Preview