Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম.এম ইফতেখার আজাদ, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, এমডিভি সুপার ভাইজার নাদিম মাহমুদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন, সাংবাদিক মনির মোল্যা, এমটিইপিআই মোঃ ছরোয়ার মিয়া, ষ্টোর কিপার মিরান হোসেন প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বলেন, ২০২২ ইং সালের মধ্যে দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ১৩ মার্চ থেকে চালু হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে জনসচেনতা বাড়াতে হবে।
 

Bootstrap Image Preview