Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১তম গ্রেডে বেতন-ভাতার দাবি প্রাথমিক শিক্ষকদের

সালথা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৯ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক নেতারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারা বাহিকতায় বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের, প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কতৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১মত গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১২তম গ্রেডে বেতনের প্রস্তাবনা নীতিগতভাবে চুড়ান্ত করেছেন। ফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের উদ্দেশ্য পূরণ না হয়ে আগের অবস্থান চিরস্থায়ী হতে যাচ্ছে।

মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক নেতা সৈয়দ নাজমূল হোসেন লিটু, মাইনুল ইসলাম, জাহিদুর রহমান (জাহিদ), শরীফুল ইসলাম (পিকুল), সৈয়দ মাহমুদুল হাসান, এমদাদ হোসেন, আছাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview