Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐতিহাসিক বারো শিবালয় মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে পূজা শুরু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের প্রাচীন ঐতিহাসিক বারো শিবালয় মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকালে দেশ-বিদেশের নানা এলাকার পূজারীরা এখানে ছোট যমুনা নদীতে স্নান করে শিবের মাথায় দুধ ও জল ঢেলে পূজা-অর্চনা শুরু করে।

প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের একটি হলো বেলআঁমলা গ্রামের বারো শিবালয় মন্দির। এই মন্দিরটি ভারত ও নেপালসহ দেশি-বিদেশি অনেক ভক্ত আর পূজারীদের কাছে তীর্থস্থান হিসাবে বেশ পরিচিত।

চুন সুরকি দিয়ে নির্মিত এ মন্দিরে চণ্ডী মূর্তি, বিষ্ণু মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তিসহ রয়েছে বিভিন্ন দেব-দেবীর মূর্তি। এমন বৃহৎ মন্দির দেশের কোথাও আর নেই। এমনকি এ উপমহাদেশের মধ্যে এটি একটি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির বলেও দাবি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের।

ফাল্গুনের চতুর্দশী শিবরাত্রিতে মহাদেব শিবের পূজা আর, শ্রাবণে কাউর মহাপুন্য নগ্নযাত্রা উপলক্ষ্যে পূজা-অর্চনা করতে এখানে ভীর জমায় হাজার হাজার ভক্ত আর পূজারী। ভারত, নেপালসহ দেশি-বিদেশি হাজরো ভক্তপূজারীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে এই বারো শিবালয় মন্দির। মেলায় চরকি, মোটরসাইকেল খেলা, নানা ধরনের মিষ্টিসহ কাঠের আসবাবপত্র ও গৃহস্থালী কাজের উপকরণ পাওয়া যায়। ভক্তদের এখানে ২ দিনব্যাপী থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

Bootstrap Image Preview