Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালমা ইউপি উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন দেলোয়ারা বেগম

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ০১ মার্চ ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ারা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ফিরোজ খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬১০ ভোট। নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আল-আমিন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তালমা ইউনিয়নের মোট ৯টি ভোট কেন্দ্রে ২২ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে মোট ১৪ হাজার ৮১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে শেষ হয় এ নির্বাচন। সারাদিন বৈরী আবহাওয়ার মধ্যে দলেদলে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করেন।

উল্লেখ্য, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার মৃত্যু হওয়ায়, চেয়ারম্যান পদটি শূণ্য হয়। উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার স্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া এবং ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার মাতা।

Bootstrap Image Preview