Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় দেশিয় অস্ত্রসহ ডাকাতদলের সদস্য আটক

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় দেশিয় অস্ত্রসহ ডাকাতদলের সক্রিয় সদস্য খাইরুল বাশার মিঠুকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। মিঠু উপজেলার বিলদহর এলাকার মৃত ইয়াকুব প্রাং এর পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অটোচালক একই উপজেলার খরমকুড়ি গ্রামের ওয়াজেদ আলীর অটোরিক্সা সিংড়া বাসস্ট্যান্ড থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় যেতেই ডানপাশে বসে থাকা ডাকাতদলের সদস্য মিঠু অটোচালক ওয়াজেদের গলার ছুরি ধরে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেখানে আগে থেকেই আরও ৭/৮ জন ডাকাতদলের সদস্যরা ওঁৎ পেতে ছিল। তারা ওয়াজেদকে মারপিট করে অটো নিয়ে পালানোর সময় অটোচালকের চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা সিংড়া থানা পুলিশের একটি টহল দল মিঠুকে আটক করে।

এ ঘটনায় ওয়াজেদ মিঠুসহ আরও ৭ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃত মিঠু সক্রিয় ডাকাতদলের সদস্য। তাকে জিজ্ঞাসা করে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।



 

Bootstrap Image Preview