Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে অকটেনের ট্যাংক থেকে যুবতির গলিত লাশ উদ্ধার

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে একটি সিএনজি পাম্পের অকটেনের ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবতির গলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

উপজেলা উত্তর দাঁড়িয়াপুরস্থ ভূমি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের অকটেনের ট্যাংক থেকে সোমবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুরে অজ্ঞাত পরিচিত ওই যুবতির গলিত লাশ উদ্ধার করা হয়। এসময় সিএনজি ষ্টেশনে ব্যবহৃত সিসি ক্যামেরার হার্ডডিক্স জব্দ করা হয়।

জানা যায়, সোমবার সকালে গাড়ি থেকে ট্যাংকের ভিতর অকটেন ভর্তি করার সময় দুর্গন্ধ বাহির হয়। এসময় ভূমি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের লোকজন ট্যাংকের ভিতর ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার একদল পুলিশ ওই সিএনজি ষ্টেশনের অকটেনের ট্যাংকের ভিতর থেকে অজ্ঞাত এক যুবতির গলিত লাশ উদ্ধার করে। লাশের পড়নে ব্লু রংয়ের হাফপ্যান্ট ও খয়েরি রংয়ের জামা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবতিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ ওই সিএনজি ষ্টেশনের অকটেনের ট্যাংকের ভিতর ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে সিএনজি ষ্টেশনে ব্যবহৃত সিসি ক্যামেরার হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

 

Bootstrap Image Preview