Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে খোয়াই নদীতে অবৈধ ২টি ড্রেজার মেশিন ধ্বংস

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


অবৈধভাবে বালু উত্তোলনের সময় হবিগঞ্জে খোয়াই নদীতে দু'টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও দু'টি ড্রেজার বিকল করে দেওয়ার পর বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা বলেন, খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। রবিবার দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

পরে খোয়াই নদীর মাছুলিয়া অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানার একদল পুলিশ।

উল্লেখ্য, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে খোয়াই নদীর যশেরআব্দা এলাকার চরে অবৈধভাবে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন এবং ৫ শ্রমিক আহত হয়েছেন। 

Bootstrap Image Preview