Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


ছাতকে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ ব্যক্তি আহত হয়। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইউনিয়নের বারকাপন গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা রজব আলীর পুত্র শফিক মিয়া বাদী হয়ে রাজু মিয়া, এনামুল হক, অভি ও সিরাজুল হকের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে ছাতক থানার এসআই রহিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ থেকে জানা যায়, শফিক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের রাজু মিয়ার বিরোধ চলে আসছিল। ১০ ফেব্রুয়ারি শফিক মিয়ার বাড়িতে আসার পথে তার আত্মীয় খাইরগাঁও গ্রামের রফিক আলীর সাথে গ্রামের একটি দোকানে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন সালিশে নিস্পত্তির চেষ্টা করলেও প্রতিপক্ষের অসহযোগিতার কারণে তা নিস্পত্তি হয় নি।

এ ঘটনার জের ধরে রবিবার সকালে রাস্তায় একা পেয়ে শফিক মিয়ার পুত্র আছাদ মিয়াকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। পরে তারা শফিক মিয়ার বসত ঘরে অনধিকার প্রবেশ করে বসতঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলেও অভিযোগ বলা হয়েছে।

বাদী শফিক মিয়া জানান, প্রতিপক্ষের সশস্ত্র লোকজন তার পুত্রকে গ্রামের রাস্তায় একা পেয়ে মারধর করে এবং অতর্কিত হামলা চালিয়ে তার বসত ঘর ভাংচুর ও লুটপাট করে তারা।

এ ব্যাপারে রাজু মিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষরা অকারণে তার ভাতিজাকে মারপিট করেছে। তাদের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে বিচার প্রার্থী হয়েছিলাম।  
 

Bootstrap Image Preview