Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০০ AM

bdmorning Image Preview


নানান আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ প্রশাসন, শিক্ষক পরিষদ, বিএনসিসি, ছাত্রী নিবাস, সেচ্ছা রক্তদাতা সংগঠন বাধনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ। পরে কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ'র সভাপতিত্বে ও শিক্ষার্থী ঋতুরাজ তালুকদার রিম্পল, ফাবলিহা বুশরা, সৌমিত্র চৌধুরী সাগর ও তাজকিরা হাক তাজিনের যৌথ পরিচালনায় পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক শামসুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোখসানা পারভিন, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ফাতেমা, প্রভাষক আব্দুল হাই প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের একুশে উদযাপন কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার আলম। 

বক্তব্যে বক্তারা বলেন, 'বাংলা আমাদের মায়ের ভাষা। মাতৃভাষা দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবেনা, একুশের চেতনায় আমাদের সবাইকে শুদ্ধ বাংলা ভাষা চর্চায় অঙ্গীকার করতে হবে। আমাদেরকে মনে প্রাণে বাঙ্গালী হতে হবে। আমাদের দিন শেষ, আমরা যাদের হাতে পতাকা দিয়ে যাচ্ছি আমাদের সেই আগামী প্রজন্মকে দীপ্ত কন্ঠে ঘোষণা করতে হবে আমরা মনে প্রাণে বাঙ্গালী হবো, আমরা দেশকে ভালোবাসবো, আমরা ভাষাকে ভালোবাসবো, তবেই আমাদের আয়োজন স্বার্থক হবে।'

Bootstrap Image Preview